‘বাটা’ লাভে

Spread the love


নাগরিক ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক বাটা শু দীর্ঘদিন পর অবশেষে লাভের মুখ দেখেছে। করোনা মহামারীর ধাক্কায় বাংলাদেশে ব্যবসার ইতিহাসে সর্বোচ্চ লোকসানে পড়া কোম্পানিটির মুনাফার ঘোষণা দেশের অর্থনীতির জন্য সুসংবাদ।

বাটা ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ১.৫৬ কোটি টাকার মুনাফা করেছে যেখানে আগের বছর একই সময়ে এটি ৭৩.৫১ কোটি টাকা লোকসান করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে আরো দেখা গেছে, চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে বাটা ২১০ কোটি টাকা বিক্রয় করেছে যেখানে ২০২০ সালের একই সময়ে বিক্রি ছিল ৪১ কোটি টাকা।

মূলত, ২০২০ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে, বাটার বাংলাদেশে লোকসানে পড়ার কারণ ওই বছরের ঈদুল ফিতরের আগে (যা দেশের প্রধান কেনাকাটার মৌসুম) লকডাউনের কারণে প্রতিষ্ঠানটি একেবারেই বিক্রি করতে পারে নি। বাটা জানাচ্ছে, তাদের বার্ষিক ব্যবসার প্রায় ২৫ শতাংশই হয়ে থাকে দুই ঈদ উৎসবে।

উল্লেখ্য, দেশে গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে বহুজাতিক কোম্পানি বাটা বড় ক্ষতির মুখে পড়েছিল। বিক্রিতে ধস নামায় টানা লাভের মধ্যে থাকা কোম্পানিটি ২০২০ হিসাব বছর শেষে মোট লোকসান করেছিল ১৩২ কোটি ৬১ লাখ টাকা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *