তালেবানদের সমর্থনে আফগানে নারীদের মিছিল-সমাবেশ

Spread the love

নাগরিক ডেস্ক : তালেবানের সমর্থনে মিছিল করলো একদল আফগান নারী। দেশটির রাজধানী কাবুলে শনিবার ওই মিছিলটি বের করেন নারীরা। এতে অংশ নেন প্রায় ৩০০ নারী। তাদের সকলেরই আপাদমস্তক ঢাকা ছিল। মিছিলে তারা তালেবানের সাদা-কালো পতাকা প্রদর্শন করেন এবং কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীটির পক্ষে স্লোগান দেন। তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তালেবান সদস্যরা।

মিছিলে অংশ নেয়াদের কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। নারী বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।
ওই সমাবেশ থেকে তালেবানের বিশাল আকৃতির পতাকার সামনে দাঁড়িয়ে নারী বক্তারা ভাষণ দেন। সাম্প্রতিক সময়ে নারীদের তালেবানবিরোধী বিক্ষোভের সমালোচনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *