নাগরিক ডেস্ক:
আলোচিত নাটক ‘যমজ’ প্রথম প্রচার হয় সাত বছর আগে। এখন পর্যন্ত ১৪টি সিক্যুয়েল প্রচার হয়েছে। ‘যমজ’ নাটকে তিনটি চরিত্রে একাই অভিনয় করেন মোশাররফ করিম। বাবা, বড় ছেলে ও ছোট ছেলে—একজনের একাই তিন চরিত্রে অভিনয় দর্শকেরা বেশ পছন্দ করেন। এ বছরের শুরুতে ‘যমজ’ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোশাররফ করিম। তবে নাটকটির নির্মাতা আজাদ কালাম জানালেন, আবারও ‘যমজ’ আসবে।
এ মাসের শেষের দিকে নাটকটির দৃশ্য ধারণে অংশ নেওয়ার কথা মোশাররফ করিমের। নির্মাতা বলেন, ‘মোশাররফ ভাই এ মাসের শেষে সম্ভাব্য একটি শিডিউল দিয়েছেন। তারিখ বদলও হতে পারে। তবে আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’
‘যমজ’-এর শেষ পর্বে প্রথমবারের মতো চারটি চরিত্রে দেখা যায় মোশাররফকে। তবে নাটকটির ১৫তম পর্বে চারটি নয়, বরাবরের মতো তিনটি চরিত্র হয়েই দেখা দেবেন অভিনেতা।
‘যমজ ১৫’-তে মোশাররফ করিমের নায়িকা হিসেবে দেখা যাবে ফারিয়া শাহরিনকে। সর্বশেষ পর্বে ছিলেন সারিকা। এবার গল্পেও খানিকটা বদল আনা হচ্ছে বলে জানালেন
নির্মাতা আজাদ কালাম। বললেন, ‘প্রতি ঈদে “যমজ’’ নাটকের সিক্যুয়েল নিয়ে দর্শকের কাছ থেকে প্রচুর রেসপন্স পাই।
Your blogging approach is excellent. I enjoy how you share details in a precise and manner.
I respect your dedication to sharing high-quality information with your readers. Thanks for all that you do.