উপসর্গসহ করোনায় আরও ২জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজন ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪৭ জনে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২২ জন করোনা ওয়ার্ডে ও ১৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এছাড়া আরটি পিসিআর ল্যাবে ২১৫ জন রোগীর করোনা পরীক্ষা করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *