‘সেবার মান বাড়াতে দরকার প্রযুক্তি নির্ভর ব্যাংকিং’

Spread the love

নাগরিক রিপোর্ট:
সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর আস্থা অনুযায়ী এই ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। আমরা সবার শীর্ষে থাকতে চাই। সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে। সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের বিকল্প নেই।

নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার বেলা ১১টায় সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস্ বরিশাল অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে আমাদের ব্যাংকিং কার্যক্রম সচল ছিলো। এই ব্যাংকের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছি। ইতিমধ্যেই ব্যাংকটি তার নানাবিধ কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ.কে.এম. সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিস। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখার এজিএম জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *