বাকেরগঞ্জে ১০ টাকার চাল নিয়ে নয়-ছয়

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জে ১০ টাকার চাল (ওএমএস) নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠছে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা খানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি ওই এলাকার নুর শরিফ হাওলদার নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, স্থানীয় নুর শরিফ হাওলদারসহ প্রায় শতাধিক ওএমএস কার্ডধারীর কার্ড গত ২ মাস আগে জমা নেন রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (সদ্যনির্বাচিত) মোস্তফা খান। পরে তাদের চাল না দিয়ে ইউপি সদস্য তালবাহান শুরু করেন। গত অক্টোবরে অন্যান্য কার্ডধারীরা চাল পেলেও বঞ্চিত হন ইউপি সদস্যর কাছে কার্ড জমা রাখা ব্যক্তিরা। ইউপি মোস্তফা তাদের চাল আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন বঞ্চিতরা।

অভিযোগকারী নুর শরীফ হাওলাদার বলেন, ‘আমি ১৯৬৬ সাল থেকে আওয়ামীলীগ করি। বয়সের কারনে শারীরিক পরিশ্রমের কাজ করতে পারিনা। ওই চালের ওপর আমার পরিবার নির্ভরশীল। ২ মাস আগে আমিসহ প্রায় শতাধিক লোকের কার্ড (ওএমএস) জমা নিয়েছেন ইউপি সদস্য মোস্তফা খান। পরে আমাদের চাল না দিয়ে ইউপি সদস্য আত্মসাৎ করেছেন। উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিহত অভিযোগ দিয়েছি’।

অভিযুক্ত ইউপি সদস্য মোস্তফা খান ওএমএসের কার্ড জমা রাখার বিষয় অস্বীকার করে বলেন, কার্ড জমা রাখার এখতিয়ার আমার নেই। আমি যাদের কার্ড নিয়েছে তা পরে আবার তাদের ফেরত দিয়েছি। তবে এর বেশি কিছু জানতে হলে চালের ডিলারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ইউপি সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *