বরিশালে ৩ দিনব্যাপী যাত্রা প্রদর্শনী শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে বরিশালে দীর্ঘদিন পরে শুরু হলো যাত্রা প্রদর্শনী। সাংস্কৃতিক সংগঠনকে মঞ্চে ফিরিয়ে আনতে আয়োজন করা হয়েছে এ পালার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে ৩ দিনব্যাপী যাত্রা প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে নতুন এ যাত্রাপালা নির্মাণ ও মঞ্চায়ন কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবারের যাত্রা পরিবেশনায় ছিলো আদি রূপাঞ্জলি অপেরা বরিশাল এর পরিবেশনায় গুনাইবিবি। দ্বিতীয় দিনের বুধবার পরিবেশনা হয় দক্ষিণবঙ্গ নাট্য সংস্থা বরিশাল এর পরিবেশনায় আলোমতি-প্রেমকুমার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ রাসেল, সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *