কুয়াশায় পথ হারানো ১৫ জেলেকে আটক করেছে ভারত

Spread the love

নাগরিক ডেস্ক : ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জল সীমানায় প্রবেশ করায় পটুয়াখালীর কলাপাড়ার দু’টি মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার মধ্যরাতে ট্রলারসহ জেলেদের আটক করা হয়। ভারতীয় আদালতের মাধ্যমে জেলেদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন- এফবি তানজিলা ট্রলারের মাঝি আলমগীর হোসেন, জেলে নাইম ফরাজী, রহিম মোল্লা, জহির, পানু মিয়া, ইউসুফ, ইসমাইল, তারাইয়া। এফবি তাহিরা ট্রলারের মাঝি মো. তৈয়ব,  ড্রাইভার খাইরুল আমিন, জেলে ইব্রাহিম সরদার, ইসমাইল, কফিল উদ্দিন, জাহিদ। আটক জেলেরা উপজেলার লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক ও মৎস্য্য ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভারতে আটক হওয়ার সংবাদ পাওয়ার পরে এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।

আটক জেলে ও ট্রলার মালিকদের উদ্বৃতি দিয়ে আনছার উদ্দিন মোল্লা জানান, উপজেলার  লতাচাপলী ইউনিয়নের কচ্ছপখালী-মুসুল্লীয়াবাদ এলাকার পান্না মিয়ার মালিকানাধীন এফবি তানজিলা এবং খাজুরা এলাকার শাহজাহান ফকিরের মালিকানাধীন এফবি তাহিরা ১৫ জেলে নিয়ে ২০ ডিসেম্বর সকাল ৮টায় গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে আলীপুর মৎস্য বন্দর ত্যাগ করে। ঘন কুয়াশায় পথ হারিয়ে গত সোমবার মধ্যরাতে ট্রলার দু’টি ভারতীয় জলসীমানায় প্রবেশ করলে সেখানকার কোস্টগার্ডরা তাদের আটক করে। কোস্টগার্ড ১৫ জেলেসহ ট্রলার দু’টি কাকদ্বীপ মহাকুমার চকখালি এলাকার ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অবৈধভাবে ভারতীয় জল সীমানায় অনুপ্রবেশের দায়ে থানা পুলিশ কাকদ্বীপ মহাকুমা আদালতের মাধ্যমে জেলেদের জেলহাজতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *