‘নতুন ইসিও আ’লীগের পক্ষের’

Spread the love

নাগরিক রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনগণের মতামতের মূল্যায়ন করা হয়নি। নতুন নির্বাচন কমিশন আগের কমিশনের মতোই আওয়ামীলীগের পক্ষে কাজ করবে। তাদের কাছ থেকে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেশবাসী আশা করে না।

চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে রোববার তৃতীয় দিনে মাহফিল প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলনের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন চরমোনাই পীর রেজাউল করীম ।

চরমোনই পীর সমাবেশে আরও বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দেয়ার চক্রান্ত করছে। মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরে মাধ্যমে মাদককে হালাল করার আয়োজন চুড়ান্ত করেছে। প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়িত হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপদজ্জনকভাবে ভেঙ্গে পরবে। এমতাবস্থায় নিজেদের চরিত্র গঠন ও বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে ছাত্র-জনতাকে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান চরমোনাই পীর।  সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের মাহফিল শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *