‘ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনী’

Spread the love

নাগরিক রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধকালীন অব¯’া বিবেচনায় নিয়ে ডেঙ্গু পরি¯ি’তি মোকাবেলা করতে হবে। এডিস মশার উৎসগুলো ধ্বংস করতে প্রয়োজনে সেনাবাহিনীসহ সব বাহিনীকে কাজে লাগাতে হবে। মশা মারার কার্যকর ওষুধ ছিটাতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাম্যবাদী দল আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক অবক্ষয়’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে ডেঙ্গুর বিস্তারে শিক্ষার্থীদের অভিভাবকরাও এখন উদ্বিগ্ন। স্কুলের ছেলে-মেয়েরা ভয় পা”েছ। ঈদুল আজহাও কাছাকাছি চলে এসেছে। তাই শিক্ষামন্ত্রীকে বলব, শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের আগাম ছুটি দিয়ে দিন। নাসিম বলেন, ডেঙ্গুর বিস্তারে জনগণ কষ্ট পা”েছ। কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির কারণে এ অব¯’ার সৃষ্টি হয়েছে। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হলে এমন অব¯’ার সৃষ্টি হতো না। দেশ ম্যালেরিয়া, ধনুষ্টঙ্কার ও পোলিওমুক্ত হয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমরা ডেঙ্গুর কাছে পরাজিত হতে পারি না। এলজিআরডি মন্ত্রী, স্বা¯’্যমন্ত্রী ও দুই সিটি করপোরেশনের মেয়রকে দ্র“ত সেন্ট্রাল কন্ট্রোল র“ম গঠন করে ডেঙ্গু ও মশার উৎস¯’ল ধ্বংসের কার্যক্রম মনিটর করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *