৪৩ বছরে ৫৩ নারীকে বিয়ে করলেন তিনি

Spread the love

নাগরিক ডেস্ক : সৌদি আরবের এক ব্যক্তি দাবি করেছেন তিনি ৪৩ বছরে ৫৩ জন ভিন্ন ভিন্ন নারীকে বিয়ে করেছেন। ৬৩ বছর বয়সী এই ব্যক্তির এখন এক স্ত্রী রয়েছেন। তার দাবি, ব্যক্তিগত আনন্দের জন্য নয়, শান্তি ও স্থিতিশীলতার জন্য তিনি বারবার বিয়ে করেছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এখবর জানিয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই ব্যক্তির নাম আবু আব্দুল্লাহ। তাকে ‘এই শতাব্দীর বহুগামী’ হিসেবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

সম্প্রতি স্থানীয় টেলিভিশন চ্যানেল এমবিসিতে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন আব্দুল্লাহ। এসময় তিনি বলেছেন, তিনি এখন এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আর বিয়ের করার কোনও ইচ্ছা নাই তার।

তিনি বলেন, আমি যখন প্রথমবার বিয়ে করেছিলাম তখন একজনের বেশি নারীকে বিয়ে করার কোনও পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি স্বস্তিবোধ করছিলাম ও সন্তান ছিল।

তিনি আরও বলেন, কিন্তু কিছুদিন পর সমস্যা শুরু হয় এবং ২৩ বছর বয়সে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত সম্পর্কে প্রথম স্ত্রীকে অবহিত করি।

খবরে বলা হয়েছে, দাম্পত্য জীবনে কলহের সূত্রপাত হয় প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর। ওই ঘটনার পর তিনি তৃতীয় ও চতুর্থ বিয়ে করেন। তিনি জানিয়েছেন, চতুর্থ বিয়ের আগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

আব্দুল্লাহ বলেন, জীবনের দীর্ঘ সময়ে আমি ৫৩ নারীকে বিয়ে করেছি। প্রথম বিয়ে করেছিলাম যখন আমার বয়স ছিল ২০ বছর। তখন স্ত্রীর বয়স আমার চেয়ে ছয় বছর বেশি ছিল।

তিনি জানিয়েছেন, তার সবচেয়ে স্বল্পস্থায়ী বিয়ে টিকে ছিল মাত্র এক রাত।

সৌদি নাগরিক বলেন, বিশ্বের সব পুরুষ চায় একজন নারী এবং তার সঙ্গে সারাজীবন কাটিয়ে দিতে। স্থিতিশীলতা কম বয়সী নারীদের মধ্যে পাওয়া যায় না, বয়স্কদের মধ্যে পাওয়া যায়।

আব্দুল্লাহ যেসব নারীদের বিয়ে করেছেন তাদের বেশিরভাগ সৌদি নারী। তবে বিদেশ সফরেও তিনি বিদেশি নারীদের বিয়ে করেছেন।

১৪ Comments

  1. Thank you for sharing this informative post. I learned a lot from it and the content is clearly articulated. Keep it up!

  2. It’s rejuvenating to see a distinct point of view on this topic.

Leave a Reply

Your email address will not be published.