সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে-বাসদ

Spread the love

নাগরিক রিপোর্ট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা আর চলতে পারে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ জন্য বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে দেশের সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাসদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জনসভায় বজলুর রশিদ ফিরোজ এসব কথা বলেন।

বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আব্দুর মানিক হাওলাদার, রিক্সা-ভ্যান ইজিবাইজ চালক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল ইসলাম, সোনাগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার প্রমুখ। জনসভা শুরুর আগে বাসদের লাল পতাকা মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনসভায় কমরেড বজলুর রশিদ ফিরোজ আরো বলেন, দেশের কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পাচ্ছেনা। শ্রমিকরা যৌক্তিক মজুরী থেকে বঞ্চিত। কৃষক ও শ্রমিকদের বঞ্চিত রেখে দেশের উন্নয়ণ করে লাভ নেই। তিনি বলেন, বিদ্যুত খাতের উন্নয়নের নামে সরকারের পৃষ্ঠপোষকতায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এ কারনেই দেশে এখন মূল্যস্ফীতি দেখা দিয়েছে। ডলার সংকটের কারনে ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট বিরাজ করছে। দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। তাই কৃষক-শ্রমিকের নেতৃত্বাধীন বাম জোটকে আরো শক্তিশালী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পরে দেশের দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। অন্যদিকে লুটপাটকারীরা ফুলেফেঁপে বড় হচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার লুটপাটকারীদের পাহারাদার হিসেবে কাজ করছে। ডা. মনীষা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *