গ্রহণযোগ্য পরিবেশ না হলে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন- চরমোনাই পীর

Spread the love

নাগরিক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গ্রহণযোগ্য পরিবেশ না হলে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চরমোনাই’র মাহফিলের তৃতীয় দিনে রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ছাত্র গণজমায়তে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেছেন।

চরমোনাই’র পীর আরো বলেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট নানাভাবে বিদেশে টাকা পাচার করছে। দেশের রিজার্ভ এখন নাজুক। অর্থনৈতিক অবস্থাও ভাল না। তিনি বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ছাত্র গণজমায়েতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেডিসিয়াম সদস্য প্রিন্সিপাল মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ।

আজ সোমবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে চরমোনাই’র অগ্রহায়ণ মাসের মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই’র পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *