স্বামীকে কুপিয়ে হত্যা : স্ত্রী গ্রেপ্তার

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রী জাফরিন আরা পপি (৩৫)কে গ্রেফতার করেছে মহানগরের কাউনিয়া থানা পুলিশ। সোমবার রাতে নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শেখ ইকবার কবির (৫৫)। তিনি একই এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল গতকাল মঙ্গলবার বিকেলে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফরিন আরা পপি স্বীকার করেছেন যে- পারিবারিক বিরোধের জের ধরেই তিনি ধারালো বটি দিয়ে কুপিয়ে স্বামী শেখ ইকবাল কবিরকে হত্যা করেছেন। এ ঘটনায় নিহত ইকবাল কবিরের ভাইয়ের ছেলে তরিকুল ইসলাম সুহাদ বাদি হয়ে জাফরিন আরা পপিকে একমাত্র আসামী করে মঙ্গলবার দুপুরে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার জাফরিন আরা পপিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন বাড়ির ছাদে বসা ছিলেন শেখ ইকবাল কবির। পিছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। ইকবালেল চিৎকার শুনে এসময় স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ইকবাল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সোমবার রাত ১টার দিকে ইকবাল মারা যান।

নিহতের ভাতিজা তরিকুল ইসলাম সুহাদ জানান, শেখ ইকবাল কবির দুই কন্যা সন্তানের জনক ছিলেন। পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ইকবাল কবির আগে লঞ্চে চাকুরী করতেন। কয়েক বছর আগে তিনি অসুস্থ্য হওয়ার পর লঞ্চের চাকুরী ছেড়ে পলাশপুরে ব্যাটারি চালিত রিক্সার চার্জ দেওয়ার ব্যবসা করতেন। সূত্রটি আরো জানায়, ইকবাল কবিরের স্ত্রী জাফরিন আরা পপি দীর্ঘদিন ধরে পলাশপুর এলাকার বাড়িটি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ইকবালকে। এ নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে ওই দ্বন্দ্বের জের ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে ইকবাল কবির বাড়ির ছাদে গিয়ে একা বসে ছিলেন। এ সময় স্ত্রী পিছন থেকে বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ময়না তদন্ত শেষে নিহত শেখ ইকবাল কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *