বরিশালে গণসংহতির বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট : নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ এবং খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবীতে বরিশাল নগরে বিক্ষোভ ও জেলা প্রশাসকের দপ্তরে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। গণসংহতি আন্দোলনের উদ্যেগে বুধবার এই কর্মসূচী পালন করেছে।

তারা নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে সকালে মানববন্ধন করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যান জেলা প্রশাসকের দপ্তরে। চত্বরে প্রায় আধাঘন্টা অবস্থান করে বিক্ষোভ করেন গণসংহতির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের দূর্বল বাজার মনিটরিংয়ের কারনে মানুষের জীবনসংকটকে দুর্বিষহ করে তুলেছে। ঘন্টায় ২০ টাকা শ্রম বিক্রি করে শ্রমিকদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। সংবিধান অনুযায়ী খাসজমির মালিক ভূমিহীনরা। কিন্ত ক্ষমতাসীন দলের নেতারাদের মধ্যে খাসজমি ভাগবন্টন হচ্ছে। সকল শ্রেণীর নাগরিককে অবিলম্বে রেশনিং ব্যবস্থার মধ্যে আনার দাবী জানান বক্তারা।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, ছাত্র নেতা হাসিব আহমেদ, জামান কবির ও ভাসানী অনুসারী পরিষদ নেতা আব্দুল মান্নান।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *