চাঁদ পৃথিবী থেকে দুরে সরছে, ২৫ ঘন্টায় হবে একদিন

Spread the love

নাগরিক ডেস্ক : আকাশের চাঁদ নিয়ে কতই না কাব্য! শৈশবে যার কাছে ‘টিপ দিয়ে যাওয়ার আবদার, যৌবনে তার জৌলুসেই প্রেমিকার মুখচ্ছবি ফুটে উঠতে দেখা। কিন্তু চাঁদ স্রেফ আকাশের শরীরে ঝুলে থাকা এক সুন্দর মহাজাগতিক বস্তু মাত্র নয়।

পৃথিবীর উপরে চাঁদের প্রভাব অপরিসীম। যার প্রভাবে জোয়ার-ভাটা হয়। নিয়ন্ত্রিত হয় দিন-রাতও। জানেন কি, এমন গুরুত্বপূর্ণ চাঁদ সরে যাচ্ছে পৃথিবীর নাগাল থেকে! আর তার ফলে দিন আর ২৪ ঘণ্টায় আঁটছে না। অদূর ভবিষ্যতে হয়তো তা ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে! এমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা।

চাঁদ ও পৃথিবীর সম্পর্ক বহুদিন ধরেই বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। আর এই নিরীক্ষণের ফলেই ধরা পড়েছে চাঁদ ধীরে ধীরে সরে যাচ্ছে পৃথিবীর নাগাল থেকে। হিসাব বলছে বার্ষিক ৩.৮ সেমি অর্থাৎ দেড় ইঞ্চি করে সরছে চাঁদ। আর এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ক্রমেই দীর্ঘ হচ্ছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার অধ্যাপক ডেভিড ওয়ালথাম জানিয়েছেন, ‘এসবই জোয়ারভাটার ফলে হচ্ছে। আর এর ফলে পৃথিবীর ঘূর্ণনের গতি ক্রমেই কমছে।’

বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোটি কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল ১৩ ঘণ্টা। সেই দৈর্ঘ্য ক্রমেই বেড়েছে। ১৬০০ খ্রিস্টাব্দের পর থেকে প্রতি শতাব্দীতে ১.০৯ মিলি সেকেন্ড করে সময় বাড়ছে। অন্য একটা হিসাবে এই বৃদ্ধি ১.৭৮ মিলি সেকেন্ড। এই ভাবে বাড়তে থাকলে একসময় দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে। সূত্র: টাইমস নাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *