দেশটাকে অনেক ডুবিয়েছেন- প্রশাসনকে ব্যারিষ্টার শাহজাহান

Spread the love

 

নাগরিক রিপোর্ট:
বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীর উত্তম) বলেছেন, আপনাদের (প্রশাসন) একটি অনুরোধ করতে চাই। পদোন্নতির জন্য দেশটাকে অনেক ডুবিয়েছেন। আপনাদের প্রতি অনুরোধ রইলো, এদেশের আর ক্ষতি করবেন।

 

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অনুষ্ঠিত গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সভা শেষে নগরীতে একটি গণমিছিল বের হয়।

 

বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর আরও বলেন, আপনারা (প্রশাসনিক কর্মকর্তারা) শিক্ষিত মানুষ। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এখানে চাকরী নিয়েছেন। চাকরী আপনার রুজি তা আমরা বুঝি। তারপরও একটা শপথ বাক্য পাঠ করেছেন। কোন শপথের বলে আপনারা আগের দিন রাতে ভোট করে বাক্সে ভরেন।

 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় গনমিছিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান ও মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *