কোন বিশেষ রাষ্ট্রের এজেন্ডায় সরকার পরিবর্তন হবে না- মেনন

Spread the love

নাগরিক রিপোর্ট:
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশের নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। কোন বিশেষ রাষ্ট্রের এজেন্ডা অনুসারে সরকার পরিবর্তন হবে না। বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক মানুষ যেকোনো মূল্যে প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে এ ব্যাপারে রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বরিশালে গতকাল শনিবার জেলা ওর্য়াকার্স পার্টির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

বর্ধিত সভায় মেনন আরও বলেন, দ্রব্যমূল্য এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট একতরফা ভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের দুর্দশার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সরকারকে অবশ্যই এই ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পরবে। তিনি এসময় আগামী নির্বাচনকে লক্ষ রেখে বরিশালের বাবুগঞ্জ-মুলাদী ও বানারীপাড়া-উজিরপুরে দলের সাংগঠনিক অবস্থা সুদৃঢ় করার নির্দেশ দেন।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলার সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলা সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন, মুলাদি উপজেলা সভাপতি গফুর মোল্লা প্রমুখ।

বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *