‘বরিশালে গ্রামীন স্বাস্থ্য সেবার অবস্থা খারাপ’

Spread the love

নাগরিক রিপোর্ট:
কৈশর ক্ষেত্রে স্বাস্থ্যসেবার তেমন উন্নতি ঘটেনি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে বরিশালে শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা খুবই খারাপ। সমাজের সব স্তরের মানুষের সহযোগিতায় শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। বুধবার বরিশাল নগরে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারী সংস্থা ‘অধিকার এখানে, এখনই’- প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তরা আরও বলেন, আমরা চাই কিশোর-কিশোরী তাদের পছন্দ-অপছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করুক। এজন্য দরকার গণজাগরণ। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণজাগরণ তৈরি করে তাদের ক্ষমতায়ন করতে হবে। তাহলেই সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অধিকার প্রতিষ্ঠিত হবে।

বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম এর সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন, অধিকার এখানে, এখনই প্রকল্পের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওসার পারভীন, অধিকার এখানে, এখনই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মৌসুমী বেগম ও শিক্ষানবীশ দ্বিপা আক্তার প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *