আদালতের আদেশে চাকুরীতে ফিরলেন ববি রেজিষ্ট্রার

Spread the love

নাগরিক রিপোর্ট : আদালতের আদেশে সাড়ে ৪বছর পর চাকুরী ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিষ্ট্রার মনিরুল ইসলাম। বুধবার তিনি রেজিষ্ট্রার পদে যোগ দেন। যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক ফয়সাল মাহমুদ রুমি।
মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিষ্ট্রার। নৈতিক স্খলনেরর অভিযোগে ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে চাকুরীচ্যুত করেছিলেন তৎকালীন উপাচার্য্য ড. ইমামুল হক।

রেজিষ্ট্রার মনিরুল ইসলাম তার যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা অভিযোগে তাকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছিল। এর বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হন। গত ৮ ফেব্রুয়ারী হাইকোর্ট এক আদেশে তাকে স্বপদে বহাল করতে উপাচার্য্যকে নির্দেশ দেন। কিন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যোগদানপত্র গ্রহন না ওই আদেশের বিরুদ্ধে আপীল করেন। আদালত সম্প্রতি ওই আপীল বাতিল করে দিলে বুধবার তিনি রেজিষ্ট্রার পদে যোগদেন। এর আগে আদালতের নির্দেশে যোগদান করতে না দেওয়ায় মনিরুল ইসলাম উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করেছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *