নাগরিক ডেস্ক:
‘লোকাল মাস্তান থেকে শাহেনশাহর তাজ’-এ ট্যাগলাইনে ‘হুব্বা’ সিনেমার ট্রেলার প্রকাশ পেল গতকাল সন্ধ্যায়। কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম। আড়াই মিনিটের ট্রেলারে উঠে এসেছে ভয়ংকর চরিত্রের হুব্বা শ্যামলের অপরাধের কর্মকাণ্ড। যে কথায় কথায় খুন করে। আর প্রতিটি খুনের পর বসায় মদের আসর। মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে হুব্বার একচ্ছত্র আধিপত্য।
ব্রাত্য বসু পরিচালিত হুব্বা সিনেমাটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে। যাকে সবাই ডাকত হুগলির দাউদ ইব্রাহীম বলে। সিনেমাটি নিয়ে ব্রাত্য বসু বলেন, ‘হুব্বা সিনেমায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধজগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মোশাররফের লুকটা এমনভাবে সেট করা হয়েছে, যেটা খুব মজার, আবার কিছু ক্ষেত্রে নৃশংস।’
মোশাররফ করিম বলেন, ‘হুব্বা চরিত্রটি সম্পর্কে সবাই জানে। একটি খারাপ চরিত্র। তবে অভিনয়ের জন্য চরিত্রটি অসাধারণ। আমি উপভোগ করেছি, সঙ্গে চ্যালেঞ্জিং মনে হয়েছে। আমি তো মন দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। আমার পরিচালক খুশি। যিনি সম্পাদনা করেছেন, তিনিও খুশি। ডাবিংয়ের সময় সিনেমাটি দেখেছি। আমিও খুশি। আশা করছি, সবার ভালো লাগবে।’