প্রকাশ্যে ভোট: ইসিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ধর্মমন্ত্রীর

Spread the love

নাগরিক ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ জানালেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। আজ সোমবার নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমনটি জানান তিনি।

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব, বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি না-ও থাকে, তারপরও আমি বলেছি—আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব, ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিশন বলল যে আমরা দেখব বিষয়টা। আমি তো বলতে পারি না যে আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।’

‘ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কি না’, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *