ববিতে প্রতিষ্ঠা হবে কাউন্সিলিং সেন্টার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত একটি কাউন্সিলিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। সেখানে নিয়োগ দেয়া হবে একজন মনোবিজ্ঞানী। বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন।

ববির বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। উদ্বোধন শেষে উপাচার্য আরও বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটের এ উদ্যোগ বিশ^বিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এখন থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে এক দিন করে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে দেশ ও বিদেশে পরিচিতি লাভ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ^বিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি.ইউ.ও. হোসনেয়ারা ডালিয়া এবং রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক লিডার দিল আফরোজ খানম উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। সভাপতিত্ব করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *