বিরোধী দলীয় নেতা জি এম কাদের

Spread the love

নাগরিক ডেস্ক:
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১, রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদের মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।

৫ Comments

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. This is a great post, I really enjoyed going through it. Your writing style is extremely captivating and your opinions are spot on. Keep up the fantastic work!

  3. Your website has rapidly become my go-to destination for inspiration. Thank you for providing your thoughts.

Leave a Reply

Your email address will not be published.