শাপলাপাতা বিক্রির দায়ে দুই বিক্রেতার কারাদণ্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
শিকার ও বিক্রি নিষিদ্ধ ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রির দায়ে বরিশালে দুই মাছ বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শনিবার নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান। দণ্ডপ্রাপ্ত মাছ বিক্রেতারা হলেন আবুল কালাম ও ফয়েজ।

বিচারক আব্দুল মতিন খান বলেন, বিরল প্রজাতীর মাছ হওয়ার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। যে মাছটি কেটে বিক্রি করা হয়েছিলো তার ওজন ছিলো প্রায় ৮ মণ। এর আগে নগরীতে মাইকিং করে এই মাছ বিক্রির ঘোষণা দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে মাছ বিক্রির সময় আবুল কালাম ও ফয়েজ দুজনকে আটক করি। পরে তাদের প্রত্যেকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি দুজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

৪ Comments

  1. Thank you for sharing your expertise with the world. I really enjoy reading your blog.

  2. Your narrative talents make me desire I could be a character in your stories. You create such an engaging world.

Leave a Reply

Your email address will not be published.