নাগরিক রিপোর্ট:
নানা অনিয়মের অভিযোগে বরিশাল নগরে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নগরের সদর রোড সংলগ্ন প্যারা রোডে ওষুধের মেয়াদ উত্তীর্ণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, মডার্ন মেডিকেল সার্ভিসকে ১৫ হাজার টাকা এবং গির্জা মহল্লা রোডে হোটেল আল জামিয়া কে অপরিচ্ছন্নতা, খাবারে ভেজাল এবং পঁচা বাসি খাবার বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী সহ আইনশৃংখলা বাহিনীর সদস্য।