শিশু পার্ক দখল করে মাছ বাজার উচ্ছেদে ইউএনও

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার তালতলীতে শেখ রাসেল শিশু পার্কের জমিতে গড়ে ওঠা সেই মাছ বাজার শনিবার উচ্ছেদ করতে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুব উল্লাহ মজুমদার। কিন্তু দখলদার জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ তাতে বাধা দিয়ে সময় চান। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৫ দিনের মধ্যে শিশু পার্কের জমি থেকে অন্যত্র মাছ বাজার স্থানান্তরের নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী চরবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি বশির আকন জানান, তালতলী বাজারে শেখ রাসেল শিশু পার্কের মধ্যে অবৈধ মাছ বাজার বসিয়েছেন জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম। তিনি ওই মাছ বাজার থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপির নামে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার টাকা চাঁদা তোলেন।
শনিবার সকালে শেখ রাসেল শিশু পার্কে বসানো ওই মাছ বাজার উচ্ছেদ করতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তখন ইটালী শহীদ ও নগর আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের ভাই কালু সিকদার সহ তাদের লোকজন নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ১৫ দিনের মধ্যে মাছ বাজার সরিয়ে দেয়ার নির্দেশ দিয়ে চলে যান।

এ প্রসঙ্গে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, শেখ রাসেল শিশু পার্কের মধ্যে বসানো জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলামের মাছ বাজার উচ্ছেদে শনিবার সকালে গিয়েছিলেন তিনি। সেখানে শহীদ এসে মাছ বাজারটি এখনই না সরানোর দাবি জানিয়ে তার কাছে এক মাস সময় দাবি করেন। যেহেতু মাছ বাজারটি স্থায়ীভাবে স্থানান্তরের চিন্তা রয়েছে। তাই তিনি তাদের ১৫ দিনের সময় দিয়েছেন।

এব্যপারে বরিশাল জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইটালী শহীদ বলেন, আমরা উচ্ছেদ অভিযানে বাধা দেইনি বরং ইউএনও এর কাছে এক মাস সময় চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *