নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যৌন নিপীড়ন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেয়া হয়। বৃহস্পতিবার ববি’র পুনঃগঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ববি উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুনঃগঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহবায়ক গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবউননেছা, সরকারি বি এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ সাজেদা,
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও কাউন্সিল) তামান্না শারমিন।
সভায় যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয়েছে ববি কর্তৃপক্ষকে।