নাগরিক ডেস্ক
শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মেননকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে নির্বাচনী প্রচারণার সময় সেগুনবাগিচা কাঁচাবাজারের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার দলের লোকজনের ওপর হামলায় মেনন ও তার দলের লোকজন সরাসরি জড়িত ছিলেন। হামলায় আহত হন বেশ কয়েকজন। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।
5lodhy
z2xb9p
I admire your ability to simplify complex concepts into easily understandable segments. Impressive work!
Your excitement is infectious; I’m fired up to take steps now.