কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত: মমতা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ফের কাশ্মীর প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘বিশ্ব মানবিকতা দিবস’ উপলক্ষে টুইট করলেন তিনি। সেখানেই জম্মু-কাশ্মীর প্রসঙ্গে বিঁধলেন কেন্দ্রকে। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি ভাবে লঙ্ঘন করা হচ্ছে— লিখলেন মমতা। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের তীব্র নিন্দা করছে বিজেপি। কাশ্মীরকে কি সম্পূর্ণ রূপে ভারতের অংশ হিসেবে দেখতে চান না মমতা? প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।
এ দিন সকাল ৭টা ২ মিনিটে টুইটটি করেছেন তৃণমূল চেয়ারপার্সন তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের প্রথম অংশে তিনি লিখেছেন, ‘‘আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি ভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’
মানবাধিকারের প্রশ্নে তিনি কোনও দিনই আপস করেননি, এমন বার্তাও এ দিন দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *