৮ হাজার টাকার ইলিশ!

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ উপকূলীয় এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার বিশখালী নদীতে মঙ্গলবার ভোরে ধরাপড়ে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি রুপালী ইলিশ। সকাল ১০টায় স্থানীয় মৎস্য অবতরন কেন্দ্রে (বিএফডিসি) আনলে ওই মাছের দাম ধরা হয় বিশেষ গ্রেড হিসেবে। সবশেষে লিজ বাদ দিয়ে ইলিশটির দাম ওঠে প্রায় ৮ হাজার টাকা।
পাথরঘাটার স্থাণীয় সংবাদকর্মী এমরান হোসাইন বলেন, মৎস্য অবতরন কেন্দ্রের আল আরাফা ফিস আড়ত এর হাজি কালাম সেখানকার পাইকার মো: ইউসুফের কাছে ওই ইলিশটি সকালে বিক্রি করেন। ২ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিশেষ গ্রেডে মন প্রতি ১লাখ ৫৫ হাজার টাকা দর ওঠে। পরে অবতরন কেন্দ্রের নিয়ম অনুযায়ী লিজ এর ২শ গ্রাম বাদ দিয়ে ইলিশটি বিক্রি করা হয়েছে ৭ হাজার ৭৫০ টাকায়। এ মৌসূমে এতো বড় ইলিশ তেমন দেখা যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *