ভোলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জেলে উৎসব অনুষ্ঠিত

Spread the love

আকতারুল ইসলাম আকাশ,( ভোলা ): বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর তীরে ইলিশা যুব ফাউন্ডেশনের (পিইজেএফ) বর্ণাঢ্য আয়োজনে জেলে উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মোশারফ হোসেন, জেলা প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, জেলা সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, উপজেলা সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।  

জেলে উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সকল প্রতিযোগিতা দেখতে নানা বয়সী হাজারো মানুষের ঢল নামে নদীর কূলে।

এক সময় গ্রামাঞ্চলের নদী ও বিলাঞ্চলে দেখা যেত নৌকাবাইচ প্রতিযোগিতা ও অন্যান্য আইটেম খেলাগুলো। এখন সেটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নৌকাবাইচ, কলা গাছে উঠা, যেমন খুশি তেমন সাজ হাডুডু গ্রামবাংলার আদি এসব খেলা দেখতে বুধবার সারাদিন মেঘনা নদীর তীরে নানা বয়সী হাজারো মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠিত আয়োজনের সভাপতি আনোয়ার হোসেন জানান, জেলেদের ক্রীড়াঙ্গনে আনন্দ জাগাতে এবং গ্রামবাংলার মানুষকে ঐতিহাসিক গ্রামবাংলার খেলাগুলোকে স্বরণ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *