ভারতে সহিংসতা বন্ধে ববিতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: ভারতের বিতর্কিত নাগরিক আইন (এন.আর.সি এবং সিএএ বিল) বাতিলের দাবিতে এবং ভারতে চলমান সা¤প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারন শিক্ষার্থীদের এ কর্মসূচীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিতর্কিত নাগরিক আইন বাতিলের দাবি যুক্ত প্লাকার্ড ও ব্যানার বহন করেন শিক্ষার্থীরা।
মাটি ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল, রাজু গাজী, রফিক হোসেন।
এসময় বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা এক দশকের নির্যাতনের রেকর্ড হারি মানিয়েছে। এটা সহিংসাতকারীদের প্রতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়। বক্তারা ভারত সরকারের কাছে সেখানকার সংখ্যালঘু স¤প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরন এবং বিতর্কিত সকল নাগরিক আইন বাতিল করার পদক্ষেপ নেয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *