আয়ারল্যান্ডে করোনায় ২জনের মৃত্যু, বার বন্ধ

Spread the love

সৈয়দ জুয়েল, আয়ারল্যান্ড থেকে: আজও করোনা ভাইরাসে নুতন করে ৪০ জন আক্রান্ত হলো দ্বীপরাস্ট্র আয়ারল্যান্ডে। দুজন মৃত্যুর ঘটনায় সাধারনের নিরাপত্তায় আজ থেকে সকল বার ও পাবগুলো বন্ধ করার ঘোষনা দেন স্বাস্থ্য মন্ত্রী সায়মন হ্যারিস। এক জরুরী বার্তায় বার পাব বন্ধের পাশাপাশি ঘরোয়া কোন পার্টি থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়। এদিকে জনমনে আতংক থাকায় প্রয়োজন ছারা ঘর থেকে বের না হওয়া ও পর্যটক না আসায় বাংলাদেশী রেস্টুরেন্টগুলোতে ব্যাবসায় ধ্বস নেমেছে।
অধিকাংশ রেস্টুরেন্টগুলোতে কাস্টমার সংকটে থাকায় চাকুরী হারানো থেকে শুরু করে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার শংকায় ভুগছে। এদিকে আজ থেকে বার পাবগুলো বন্ধ হওয়ার পরে কাল থেকে ব্যাবসা আরো খারাপের দিকে যাওয়ার ভয়ে আছেন ব্যাবসায়ীরা। এ বিষয় বেশ কয়েকজন ব্যাবসায়ীর সাথে কথা বললে তারা জানান- গত দু সপ্তাহে ব্যাবসা অর্ধেকেরও নীচে নামায় আমরা শংকিত। এভাবে ব্যাবসায়ীক মন্দা চলতে থাকলে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া ছারা উপায় থাকবেনা। করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাবসার প্রতিটি জায়গায় ক্ষতিগ্রস্থ হওয়ায় ব্যাবসা টিকিয়ে রাখা নিয়ে ক্যাটারিং শিল্পের সাথে জড়িত বাংলাদেশীরা ভাবনায় আছেন । এদিকে আজও ৪০ জন নুতন করে করোনায় আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়ালো ২১৪ তে। জনগনকে নিরাপদে থাকার জন্য ঘরোয়া পার্টির উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। প্রতিটি দিনই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দুঃশ্চিতার বলিরেখা বাংলাদেশীদেরও মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *