মানবদেহে প্রথমবার করোনার ভ্যাকসিন প্রয়োগ

Spread the love

নাগরিক ডেস্ক: কোভিড-১৯ মোকাবেলায় প্রথমবারের মতো মানবদেহে প্রতিষেধক প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৬ মার্চ) ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের অর্থায়নে সিয়াটলের হেলথ রিসার্চ কেন্দ্রে জেনিফার হলার নামে এক নারীর শরীরে টিকা প্রয়োগ হয়।

জেনিফার হলার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন।

হলারই বিশ্বের প্রথম ব্যক্তি যার ওপর পরীক্ষামূলকভাবে কোভিডের ভ্যাকসিন প্রয়োগ করা হলো। টিকা দেয়ার পর জেনিফার হলারের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না সেদিকটিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে পরীক্ষায়।

পর্যায়ক্রমে আরও ৪৪ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। তবে এই টিকা পুরোপুরি প্রস্তুত হতে সময় লাগবে এক থেকে দেড় বছর।

বৈশ্বিক মহামারির আকার ধারণ করা কোভিড-১৯ এর প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।

জাতিসংঘ জানায়, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৩৫টি প্রতিষেধক তৈরির প্রক্রিয়া চলছে। তবে এই প্রথম মানবদেহে প্রতিষেধক প্রয়োগের কথা জানায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *