সাংবাদিক পুলক চ্যাটার্জির পিতার পরলোকগমন

Spread the love

নাগরিক রিপোর্ট: সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বাবা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি (৮০) পরলোকগমন করেছেন। বরিশাল নগরীর মল্লিক বাড়ি রোডস্থ নিজ বাসায় অসুস্থ হলে শুক্রবার দিবাগত রাত ১২টায় তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় শ্রদ্ধাজ্ঞাপন শেষে বরিশাল মহাশ্মসানে প্রয়াতের সৎকার সম্পন্ন হয়।
পুলক চ্যাটার্জি জানান, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন তার বাবা বিশ্বপতি চ্যাটার্জি। শুক্রবার রাত ৮টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। প্রায় একঘন্টা পর কিছুটা সুস্থ্য হলেও রাত ১১টার পরে অবস্থার অবনতি হতে থাকে। রাতেই তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বপতি চ্যাটার্জির মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার রাতে এবং শনিবার সকালে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বাসায় গিয়ে শোক সন্তপন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান বাবর রাষ্ট্রের পক্ষে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদর্শন করে। শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, ভূমি অফিসার্স কল্যান সমিতি প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
বিশ্বপতি চ্যাটার্জি ২০০৩ সালে বরিশাল নগরীর আলেকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরগ্রহন করেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। গত ১ ডিসেম্বর বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী ও পুলক চ্যাটার্জির মা আরতী চ্যাটাজী পরলোকগমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *