দেহেরগতির কেউ না খেয়ে থাকবে না-চেয়ারম্যান মশিউর

Spread the love

নাগরিক রিপোর্ট: বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো: মশিউর রহমান জনসাধারণকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেছেন, দেহেরগতির কেউ না খেয়ে থাকবে না। যে কোনো প্রয়োজনে তার সাথে মোবাইল ফোনে(০১৭৬০-৭৭১৬৯২) যোগাযোগ করারও অনুরোধ করেছেন।
জানা গেছে, সামাজিক দুরত্ব মেনে ঘরে ঘরে গরিবদের মাঝে খাদ্য সামগ্রী দিচ্ছেন দেহের গতি ইউনিয়নের চেয়ারম্যান। দেহেরগতির জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে পরিচিত মশিউর রহমান একজন সাদামাটা মানুষ হলেও দায়িত্ব পালনে সচেতন বলে এলাকাবাসী মনে করেন। করোনার প্রাদুর্ভাবে সারাদেশে যখন লকডাউন পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি ঘরে আটকা পড়া গরিব-অসহায় মানুষের দ্বারে দ্বারে নিজ দায়িত্বে খাদ্য সহযোগিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
দেশব্যাপী লকডাউন পরিস্থিতি চলাকালীন সময়ে দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ঘোষণা দিয়েছেন, দেহেরগতি ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না। ৩নং দেহেরগতি ইউনিয়নে অভাবের কারণে যদি কারো ঘরে ভাতের চাল না থাকে, কারো পকেটে বাজার করার টাকা না থাকে, তবে সরাসরি তাকে ফোন করলে তিনি এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *