দ্বীপ রাস্ট্র সাইপ্রাসে লকডাউন শিথিল, জনমনে স্বস্তি

Spread the love

মোস্তাইন বিল্লাহ, সাইপ্রাস থেকে: পূর্ব ভুমধ্যসাগরীয় অববাহিকার দ্বীপ রাস্ট্র সাইপ্রাসে করেনার প্রাদুর্ভাব কমে আসায় সেখানকার লকডাউন কমে এসেছে। দেশটির রাস্ট্রপতি নিকোস আনাস্তাসিয়াদেস ৪ মে থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি করোনাভাইরাস নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ ফলপ্রসু হওয়ায় এবং জনগন তা মেনে চলায় সন্তোষ প্রকাশ করেন।
বুধবার ২৯শে এপ্রিল রাত সাড়ে আটটায় রাষ্ট্রপতি নিকোস আনাস্তাসিয়াদেস লকডাউন শিথিল এবং গৃহিত পদক্ষেপ নিয়ে টেলিভিশনে ভাষন দেন। তিনি বলেন, ৪ মে থেকে শুরু হয়ে প্রথমধাপ এবং ২১শে মে থেকে দ্বিতীয়ধাপ এ দুটি পর্যায়ে লকডাউন ধীরে ধীরে সহজতর করা হবে।
৪ মে থেকে প্রথমধাপের সিদ্ধান্তগুলি:
অর্থনীতি: ১. নির্মাণ ও মেরামত এবং এ সম্পর্কীয় সকল প্রকার ব্যবসার উপর কোনও বিধিনিষেধ নেই। ২.স্বাস্থ্যবিধি মেনে মল ও ডিপার্টমেন্ট স্টোর ব্যতীত সকল খুচরা দোকান পুনরায় চালু করতে পারবে। ৩.স্বাস্থ্যবিধি পূরণ শর্তে কৃষকদের বাজার,উন্মুক্ত বাজার পুনরায় চালু করা হবে। ৪.পর্যটন ও ভ্রমণ অফিস খোলা থাকবে।
সরকারিখাত:
১.নির্দিষ্ট তালিকা অনুসারে শারিরীকভাবে দুর্বল গোষ্ঠী ও যাদের ১৫ বছর বয়সের বাচ্চাদের দেখাশোনা করা প্রয়োজন তারা বেতিতো সমস্ত সরকারি কর্মচারীদের কাজে যোগদান করতে হবে। তবে কাজে না আসা উভয় গ্রুপকে বাড়িতে থেকে দায়িত্ব পালন করতে হবে। ২. সুপ্রিম কোর্টের নির্দেশাবলী সাপেক্ষে আদালত পুনরায় কাজ শুরু করতে পারবে।
শিক্ষা: মাধ্যমিক বিদ্যালয়ের শেষ বছর (সরকারী ও বেসরকারী) ১১ ই মে থেকে ক্লাসে যেতে পারবে।
স্বাস্থ্যসেবা: ৪ মে থেকে স্বাস্থ্যখাতে কোন বিধীনিষেধ নেই এবং ডেন্টালসেবা দেওয়া যাবে।
স্বাধীনতা: ১. জনসাধারণের চলাচলের জন্য একদিনে তিনবার এসএমএস করে বাইরে যাওয়ার সুযোগ পাবে। ২. রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ।
ধর্ম: ১.গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে তবে ১০জনের বেশি লোক থাকতে পারবে না। ২. বিবাহ এবং জানাজায় পূর্বের নিয়ম থাকবে ১ জুন পর্যন্ত। ১লা জুন থেকে গির্জা এবং অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার জন্য অনুমতি দেওয়া হবে।
ব্যক্তিগত ফিটনেস:
১.উন্মুক্ত অঞ্চল, এবং পথে এক সঙ্গে দুজনের বেশি অনুশীলন করতে পারবে না। তবে
অপ্রাপ্ত বয়সের শিশুরা সীমাবদ্ধতার বাইরে। ২.পার্ক এবং শিশুপার্ক বন্ধ থাকবে।
খেলাধুলা: ৪ মে থেকে উচ্চ পারফরম্যান্স অ্যাথলিটদের জন্য খেলাধুলার সুযোগ থাকবে। ১৮ই মে থেকে দলের প্রশিক্ষণের জন্য অনুমতি দেওয়া হবে।
একুশে মে থেকে:
১.চলাফেরার জন্য সমস্ত প্রতিবন্ধকতা প্রত্যাহার করা হবে। ২.পার্ক, খোলা অঞ্চল, মেরিনা, খেলাধুলার জায়গায় যেতে পারবে তবে ১০জনের অধিক নয়। ৩.শ্রম মন্ত্রনালয় দ্বারা নির্দিষ্ট ক্যাটারিং স্থাপনাগুলি পুনরায় খোলা রাখা যাবে। ৪. সেলুন এবং বিউটিশিয়ানদের প্রতিষ্ঠান খোলা যাবে।
১ জুন থেকে:
১. জাহাজে যাত্রী ওঠানামা বাদে পুরো বন্দরগুলি সম্পূর্ণ কাজ শুরু করবে। ২.গ্রন্থাগার জাদুঘর, প্রতœতাত্তিক ঐতিহাসিক স্থানগুলি চালু করা হবে। ৩.বেটিং শপগুলো খোলা রাখা যাবে।
প্রসঙ্গত, সাইপ্রাসে ২৯শে এপ্রিল (বুধবার) পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৫জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *