জলদস্যু থেকে স্বাভাবিক জীবনে ফেরা ২৮৪ জন পেলেন র‌্যাবের ঈদ সামগ্রী

Spread the love

নাগরিক রিপোর্ট: জলদস্যুর বাহিনী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ জনকে ঈদের সামগ্রী উপহার দিয়েছে র‌্যাব-৮। তাদের আওতাভূক্ত জেলা বাগেরহাট, খুলনা ও সাতক্ষিরায় র‌্যাব- ৮ কর্মকর্তারা শনিবার উপস্থিত থেকে ঈদ উপহার হস্তান্তর করেন।
রোববার র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগেরহাট সদরের ৭৯ জনকে উপহারসামগ্রী দিয়েছেন র‌্যাব- ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম। এছাড়া র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার মো. ইফতেখারুজ্জামান ও সঞ্জয় কুমার মংলায় ১০০ জনকে, র‌্যাব- ৮ এর ‘ল’ অফিসার মো. আদনান মুস্তফিজ খুলনায় ৪০ জনকে, স্কোয়াড কমান্ডার মাহিদুল ইসলাম সাতক্ষিরা সদরে ৬৫ জনকে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন।
র‌্যাব-৮ জানিয়েছে, যেসব জলদস্যু সরকারের আহŸানে সারাদিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং বর্তমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *