অতিরিক্ত বাস ভাড়া বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং অতিরিক্ত ভাড়া বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাম গনতান্ত্রিক জোটের উদ্যোগে মঙ্গলবার নগরীর সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট লীগের সভাপতি জিতেন্দ্র নাথ রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ প্রমুখ।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, লকডাউনের প্রভাবে এমনিতেই জনগন আর্থিক সংকটে পড়েছে। একদিকে মানুষের উপার্জন বন্ধ, অপরদিকে যানবাহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। বক্তারা বাস ভাড়া কমানোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *