মুক্তিযুদ্ধে বরিশাল জেলা শান্তি কমিটির ৩২ সদস্য ছিলেন যারা

Spread the love

নাগরিক ডেস্ক : এ্যাড. আব্দুর রহমান বিশ্বাসের নেতৃত্বে বরিশাল জেলা শান্তি কমিটির তালিকার সদস্য সংখ্যা ছিলো ৩২ জন। ওই তালিকা অনুযায়ী শান্তি কমিটির সভাপতি ছিলেন দু’জন। প্রথম জন হচ্ছেন সভাপতি এ্যাড. আব্দুর রব। তিনি ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে সভাপতির দায়িত্ব পালন করেন ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের রাষ্ট্রপতি থাকা এ্যাড. আব্দুর রহমান বিশ্বাস।
এ কমিটিতে শুধু মুসলমানরাই ছিলেন না, ছিলেন একজন হিন্দু আইনজীবীও। চারজন সহ-সভাপতি পদের একজন ছিলেন বরিশাল নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা এ্যাড. প্রমথ কুমার সেন। প্রমথ কুমার সেন দেশ স্বাধীন হবার পর ভারতে পালিয়ে যায়। ভারতে অবস্থাকালেই সে মারা যায়। কমিটির অপর তিন সহ-সভাপতি হচ্ছেন বরিশাল নগরীর সদর রোডের শাহজাহান চৌধুরী, প্যারারা রোডের বাসিন্দা এ্যাড. সামসের আলী এবং স্ব-রোডের সৈয়দ হাতেম আলী (হাতেম মীরা)।
এদের মধ্যে দেশ স্বাধীন হবার পর পাকিস্থানীদের সাথে পালতে গিয়ে সদর রোডের শাহজাহান চৌধুরী মারা যায় বলে জানান বিচ্ছু গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক ভুইয়া।
ওই কমিটির সেক্রেটারী ছিলেন নগরীর সিএন্ডবি রোডের এ্যাড. আবুল হোসেন সিকদার। জয়েন্ট সেক্রেটারী ছিলেন জামায়াতের নেতা নগরীর নুরিয়া স্কুলের তৎকালীন হেড মাষ্টার খলিলুর রহমান। ট্রেজারার ছিলেন বরিশালের সাবেক পৌর চেয়ারম্যান, জেলা ফুলকুড়ি আসরের উপদেস্টা ও ক্রিসেন্ট শিপিং লাইন্সের (সুরভী লঞ্চ) সত্ত্বাধিকারী আলহাজ্জ গোলাম মাওলা। দপ্তর সম্পাদক ছিলেন নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ শের আলী (মোক্তার)।
ওই কমিটির সদস্য সংখ্যা ছিল ১৩ জন। এরা হলেন নগরীর গীর্জা মহল্লা সড়কের মাওলানা বশিরুল্লাহ আতাহারী, নগরীর কলেজ রোডের এ্যাড. বিডি হাবিবুল্লাহ, আলেকান্দার আদম আলী হাজী, সৈয়দ হাতেম আলী কলেজের তৎকালীন অধ্যক্ষ আলহাজ্ব কাজী মোতাহার হোসেন, সদর রোডের ডা. নজিব উদ্দীন আহম্মেদ, হাটখোলার সামসুদ্দিন তালুকদার, সদর রোডের ডা. ঈমান আলী, কাউনিয়ার নোয়াব আলী, হাটখোলার আমজেদ মৃধা, নবগ্রাম রোডের এ্যাড. মিনহাজউদ্দিন আহমেদ খান, আলেকান্দার মীর আনোয়ার হোসেন, বগুড়া রোডের সৈয়দ ফজলে আলী, সৈয়দ মুনসুর আলী (মুনসুর মীর), ভাটিখানার আতাউর রহমান মুন্সী, নতুনবাজারের মতিয়ার রহমান তালুকদার, বৈদ্যপাড়ার কাঞ্চন গাজী, নবগ্রাম রোডের রাজ্জাক চৌধুরী, বাজার রোডের স্বরুব আলী মিয়া, হাসপাতাল রোডের জবান আলী খান, ব্রাউন কম্পাউন্ড রোডের আফসার উদ্দিন সরদার এবং বিএম স্কুল রোডের এ্যাড. আব্দুল মজিদ মুন্সী।
সূত্র : একাত্তর ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *