রেড জোনের আওতায় আসছে বরিশাল সিটি

Spread the love

নাগরিক রিপোর্ট: রেড জোনের আওতায় আসতে পারে বরিশাল সিটি এলাকা। এরই মধ্যে রেড জোনের আওতাভুক্ত এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার প্রশাসনের বৈঠক শেষে ওইসব এলাকা পুরোপুরি লকডাউন ঘোষণা হতে পারে বলে বরিশাল সিভিল সার্জন সুত্রে জানা গেছে।
জানা গেছে, সিটি এলাকা ছাড়াও বরিশাল জেলার কোন কোন উপজেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যবিভাগ। এরই মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী- ৬ জেলার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার সব থেকে বেশি বরিশাল জেলায়। এ জেলার মধ্যে বেশী বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়।
স্বাস্থ্যবিভাগের জরিপ অনুযায়ী করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা। তাই এই এলাকাকে ঝুঁকিপূর্ণ অর্থাৎ রেড জোন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যবিভাগ। এরই মধ্যে এ সংক্রান্ত বিষয়ে সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি দেয়া হয়েছে।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড এবং এলাকাভিত্তিক রেড জোন ঘোষণা হবে। এ সংক্রান্ত তালিকা সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে। তাছাড়া বরিশাল জেলায় কোন কোন উপজেলা লকডাউন করা হবে সে বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা করোনা দুর্যোগ সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *