বরিশালে মাস্ক না পাড়ায় ১২ পথচারীকে অর্থদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রাণঘাতী করোনায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পাড়ার দায়ে বরিশাল নগরীতে ১২জন পথচারীকে ১১ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যামান আদালত। সেনাবাহিনীর সহযোগিতায় শনিবার দিনভর নগরীর বিভিন্ন স্পটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা এ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করার দায়ে পথচারী তপন ও বিনয় চক্রবর্তী কে ২ হাজাট টাকা জরিমানা করা হয়। একইভাবে নগরীর চকবাজারে একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মীদের মুখে মাস্ক না থাকায় দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর ব্রাইট ও লংমার্চ জুতোর দোকানের মালিককে বিক্রয়কর্মীরা মাস্ক না পড়া ও মাস্ক না সরবরাহ করার দায়ে একই আইনে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নতুল্লাবাদ, সদর রোডে ৭ জন ব্যক্তি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আহাদ খান একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *