শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতংকে দিগবিদিক রোগীরা

Spread the love

নাগরিক রিপোর্ট: বৈদ্যুতিক শর্টসার্কিটে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন ধরে গেছে। সোমবার রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটলে ওয়ার্ডের রোগীরা আতংকে দিগবিদিক ছুটতে থাকে। তবে হাসপাতালের স্টাফরা দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, বৈদ্যুতিক হিটারে পানি গরম করতে গিয়ে শর্টসার্কিটে এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ব্রাদার মো: রাজিব জানান, সন্ধ্যার পর আকস্মিক ওয়ার্ডের সামনের অংশে আগুন ধরে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে সর্বত্র অন্ধকারাচ্ছন হয়ে পড়ে। এসময় আতংকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন রোগী আহত হয়েছেন। শর্টসার্কিটের মাধ্যমে এ ঘটনায় ঘটার পরপরই মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা ওয়ার্ডের আসপাশে থাকা একাধিক ব্যক্তি জানান, হঠাৎ সেখানকার রোগীদের চিৎকার শোনা যায়। তারা আগুন আগুন বলে হাসপাতালের সামনে মাঠে নেমে আসে। বিদ্যুৎ না থাকায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। যদিও এর আগে আগুন নিয়ন্ত্রনে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে করোনা রোগীদের ওয়ার্ডে প্রবেশের অনুরোধ জানায়।
এব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, হিটারের মাধ্যমে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ওয়ার্ডটিতে দ্রæত পানি গরমের ব্যবস্থা করা প্রয়োজন। ওয়ার্ডটিতে করোনা আক্রান্ত ৯০জন রোগী ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *