করোনার তীব্র উপসর্গে স্ট্রোকের ঝুকির সম্ভাবনা

Spread the love

নাগরিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, ভাইরাসটির তীব্র উপসর্গ মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসাশাস্ত্র-বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যানসেট এ তথ্য দিয়েছে।

ল্যানসেটের গবেষকদের গবেষণার ফলাফলের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার ল্যানসেটের মনোরোগ জার্নালেও এ গবেষণার বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

দ্য টেলিগ্রাফ’র প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ১২৫ জন রোগীর ওপর গবেষণাটি করা হয়। অংশগ্রহণকারী রোগীদের ডেটা সংগ্রহ করা হয় এপ্রিলের ২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। নতুন এই রোগটির কারণে অধিকাংশ রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) সমস্যা দেখা গেছে। ১২৫ জন রোগীর ৭৭ জনেরই স্ট্রোক হয়েছিল। ৬০ জনের ক্ষেত্রে রক্ত জমাটের মতো সমস্যাও দেখা গেছে। ১২৫ জনের ৩৯ জনের আচরণগত কিছু সমস্যা পাওয়া যায়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহকারী গবেষক সারা পিট বলেছেন, ‘করোনাভাইরাসে সৃষ্ট রোগের কারণে ব্রেন সম্পর্কিত জটিলতার এটি একটি স্ন্যাপশট। ভাইরাসটিকে সম্পূর্ণভাবে বুঝতে এই তথ্য আমাদের সাহায্য করবে।’

লিভারপুল ইউনিভার্সিটির সহকারী গবেষক বেনেডিক্ট মাইকেল মনে করেন, গুরুতর অসুস্থ রোগীদের ওপর চালানো এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মস্তিষ্কের ওপর করোনাভাইরাসের প্রভাব বুঝতে গবেষণাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। সম্ভাব্য জৈবিক প্রক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে আমাদের আরও গবেষণা প্রয়োজন। এটি করার পর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *