ববিতে শোকাবহ আগস্ট উপলক্ষে ভার্চুয়াল সভা

Spread the love

নাগরিক ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)’র কর্মকর্তা পরিষদের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ আয়োজন সম্পন্ন হয়। পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত।

সভায় বক্তারা বলেন,‘ বঙ্গবন্ধু ক্ষুধা – দারিদ্র্যমুক্ত, নিপীড়ন – শোষণমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু যারা তার আদর্শের শত্রু ছিলো তারা পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে স-পরিবারে হত্যা করে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে তাকে হত্যা করে’।

এসময় বক্তারা আরো জানান, ইতিহাসের ঘৃণিত ১৫ আগস্ট হত্যাকান্ডের চেতনাধারী কুশীলবেরা পরবর্তীতে বারবার জাতির জনক কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসী হামলা এর অন্যতম উদাহরণ।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্টার ড. মুহাম্মদ মুহসিন উদ্দীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সকল দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনিদের এবং ২১ আগস্ট সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *