“শিক্ষা এখন পণ্যে পরিনত”

Spread the love

নাগরিক রিপোর্ট: মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে লাল পতাকা মিছিল, সমাবেশ ও আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার জেলা ও মহানগর শাখার উদ্যেগে এ কর্মসূচী পালিত হয়।
নগরীর কীর্তণখোলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, তৎকালীন পাকিস্তানী সরকার আমাদের শিক্ষাবঞ্চিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর মোস্তফা, বাবুল ও ওয়াজিউল্লাহ শহীদ হন। কিন্ত স্বাধীন দেশেও আজ পর্যন্ত শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবছর শিক্ষাখাতে বাজেট কমানো হচ্ছে। শিক্ষা এখন ব্যবসায়ীদের হাতে পণ্যে পরিনত হয়েছে।

বক্তারা চলমান করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের মেসভাড়া বাবদ সরকারি বরাদ্দ প্রদান, অপ্রয়োজনীয় অনলাইন ক্লাস বাতিল এবং শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে বরাদ্দ দেয়ার দাবী জানিয়েছেন।


ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের জেলা আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, শিক্ষার্থীদের অভিবাবকদের পক্ষে শরফুদ্দিন নান্টু, ছাত্র ফ্রন্ট নেতা বিজন শিকদার, সুজন শিকদার, সাইফুল ইসলাম, মারিয়া আক্তার, মানসুরা লামিয়া প্রমুখ।

সমাবেশের আগে অশ্বিনী কুমার হলের সামনে থেকে লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *