জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বরিশালে অবরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে শুক্রবার নানা কর্মসূচী পালন করেছে তরুন সমাজ। এ পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ক্ষতিপূরন দেয়ার দাবীতে দুই শতাধিক স্বেচ্ছাসেবী মৌন মানববন্ধন, প্রতীকী অবরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বরিশালের ২২ টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট’ এর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী অবরোধে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থী, কিশোর-তরুন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। এসময় সকলে হাতে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়। পরে নগরীর টাউন হলের সামনে ৫ মিনিট প্রধান সড়ক অবরোধ সহ অবস্থান ধর্মঘট পালন করে অংশগ্রহনকারীরা।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্প সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনের ফলে অসহায় হয়ে পরেছে চরঅঞ্চলের জন জীবন। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন,বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। এর প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *