বরিশালে দুই শতাধিক সনাতন ধর্মালম্বী শাড়ি-খাবার পেলেন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মানবতার শারদ উৎসবে এবার বস্ত্র ও উন্নত খাবার পেলেন সনাতনি ধর্মালম্বী দরিদ্র শ্রেণীরা। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শুক্রবার ২ শতাধিক সনাতনী ধর্মালম্বীকে দেয়া হয়েছে শাড়ি এবং তাদের দুপুরের উন্নত খাবার পরিবেশন করা হয়। বরিশাল নগরীর সদর রোড আর্য্যলক্ষী ভবনে এ উৎসব পালিত হয়।


জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, সনাতনী ধর্মালম্বীদের মধ্যে যারা দরিদ্র শ্রেণীর এবং হরিজন ও ডোম সম্প্রদায়ের নারীরা এ উৎসবে অংশ নিয়েছেন। জেলা বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বরিশালে বাসদ এর আগে ঈদ উল ফিতর ও ঈদ উল আযাহার দিন ৫ হতদরিদ্র শ্রেণীর সহ¯্রাধিক মানুষের মধ্যে উন্নত খাবার পরিবেশন করে মানবতার উৎসব পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *