বরিশালে সম্মাননা পদক পেলেন ৬ মৃৎশিল্পী

Spread the love

নাগরিক রিপোর্ট: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বরিশালে সম্মাননা জানানো হয়েছে ৬ মৃৎশিল্পীকে। সংস্কৃতি মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও চারুকলার উদ্যেগে আয়োজিত শুক্রবার সার্কিট হাউজ মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান ভার্চুয়াল উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।


১২তম এ মৃৎশিল্পী সম্মেলন ও সম্মননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, সনাক সভাপতি শাহ সাজেদা, নারী নেত্রী রহিমা সুলতানা কাজল, শিল্পপতি ভানু লাল দে। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম উদ্যেক্তা সুশান্ত ঘোষ। সভাপতিত্ব করেন বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন।


এবছর শিল্পচার্য্য জয়নুল আবেদীন সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর বরুন পাল, শিল্পী চিত্ত হালদার সম্মাননা পেয়েছেন বাকেরগঞ্জের উষা রাণী পাল, সংগ্রামী সুধীর সেন সম্মাননা পেয়েছেন উমা রানী রাণী পাল, শহীদ কুমুদ রঞ্জন রায় চৌধুরী সম্মাননা পেয়েছেন ফরিদপুরের রনজিৎ পাল, ক্রাফট ভিলেজ লিমিটেড শিল্পী সম্মাননা পেয়েছেন ঝালকাঠীর আরতি পাল এবং দৈনিক শাহনামা সম্মাননা পেয়েছে ঝালকাঠীর লক্ষী রাণী পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *